বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারও স্বীকৃতির জন্য সরকার বসে নেই: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ জানুয়ারি, ২০২৪ ১৫:১২

কাদের বলেন, ‘কারও রেকগনিশনের (স্বীকৃতি) জন্য চাতক অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে, এটা মনে করার কোনো কারণ নেই।’

কারও স্বীকৃতির জন্য সরকার অপেক্ষায় বসে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় পশ্চিমা দুনিয়ায় সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

কাদের বলেন, ‘কারও রেকগনিশনের (স্বীকৃতি) জন্য চাতক অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে, এটা মনে করার কোনো কারণ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি হিংসায় জ্বলছে। কারণ তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুলসংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বিএনপি এখন ঈর্ষাকাতর।’

বিএনপির আন্দোলন নিয়ে ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘বিএনপি, তাদের তথাকথিত আন্দোলনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা কেউ দেখেনি এবং তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। একবার তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের জন্য আন্দোলন করে। আসলে বারবার তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে তারা রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশায় পরিণত করেছে।’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশি তাদেরকে হাসি-তামাশার পাত্রে পরিণত করেছে। আন্দোলনের কর্মসূচি নিয়ে একটা পুরোনো মন্তব্যও মনে পড়ছে।

‘তাদের আন্দোলনের কর্মসূচি, আসলে তাদের আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে। মূলত তাদের এসব তথাকথিত আন্দোলন দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা বলে আমরা মনে করি।’

এ বিভাগের আরো খবর