কারিগরি ত্রুটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকা চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় জ্বালানিটি পেতে শুরু করেছেন ভোক্তারা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিপণন উত্তর বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ডু শনিবার নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
তার ভাষ্য, শুক্রবার রাত পৌনে ১০টার দিকেই সরবরাহ ব্যবস্থায় গ্যাস সরবরাহ শুরু হয়। আশা করা যাচ্ছে শনিবার দুপুরের মধ্যে চট্টগ্রাম শহরে আবাসিকে গ্যাসের চাপ স্বাভাবিক হবে।
এর আগে কেজিডিসিএলের হালিশহর কার্যালয়ের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছিলেন, চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ কম থাকলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যাবে।
গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে দুর্ভোগে পড়েন মানুষ।
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আকস্মিক এমন সমস্যার সৃষ্টি বলে দাবি কেজিডিসিএলের।
রাতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি অনেকেই টের না পেলেও শুক্রবার সকাল থেকে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসাবাড়িতে রান্না না হওয়ায় খাবার হোটেলও রোস্তারাঁর সামনে দেখা যায় মানুষের দীর্ঘ সারি।
ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ হয়ে যায় যানবাহন। এতে সড়কে নানা কাজে বের হওয়া যাত্রীরাও পড়েন দুর্ভোগে।