বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব জেলায় বার্ন ইউনিটের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ১৯ জানুয়ারি, ২০২৪ ১৫:১৯

ডা. সামন্ত লাল বলেন, ‘সারা দেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে সরকার। এতে রাজধানী ও বিভাগীয় শহরে রোগীর চাপ কমবে।’

সারা দেশে আগুনে পোড়া বেশির ভাগ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে হয় মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, প্রতিটি জেলায় সরকারের বার্ন ইউনিট করার পরিকল্পনা আছে।

মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কি না, সেটি নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার বেলা ১১টার দিকে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল বলেন, ‘সারা দেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে সরকার। এতে রাজধানী ও বিভাগীয় শহরে রোগীর চাপ কমবে। যেসব হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে, সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেয়া হবে, তার পরই ইউনিটি খোলা হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি কোনো চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হলে, সে বিষয় নজরে রাখা হবে। রোগীর স্বজনদের সচেতন হতে হবে যেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন।’

শীতের সময় বার্ন রোগীর সংখ্যা বেশি থাকে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোকে সব ধরনের মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনও করোনা শেষ হয়ে যায়নি। তাই যারা বয়স্ক ও নানা রোগে আক্রান্ত তাদের সচেতন থাকতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিভাগের আরো খবর