মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা এবং এতে থাকা যানবাহনগুলো উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
এই উদ্ধার কাজে আগে থেকে আছে আরেক উদ্ধারকারী জাহাজ হামজা। তবে এই দুই জাহাজ দিয়ে ফেরি উদ্ধার সম্ভব নয়, তাই আসছে আরেক জাহাজ প্রত্যয়। সেটি অবশ্য এখনও পথে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরি ঘাটে এসে পৌঁছায় রুস্তম, পরে এটি উদ্ধারে যোগ দেয়। আর উদ্ধারকারী হামজা উদ্ধার অভিযানে আছে বুধবার থেকে। দুর্ঘটনার পর পরই এটি সেখানে পৌঁছায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকালেই উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের মতো উদ্ধারের কাজে যোগ দেয় এবং দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়ার ঘাটে পৌঁছায়। এরপর জাহাজ রুস্তম উদ্ধারের কাজে যোগ দিয়ে পণ্যসহ একটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ৯টি যানবাহনের মধ্যে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি পণ্যবাহী ট্রাক ও একটি কার্ভাড ভ্যান আছে। কিন্তু ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ এখন শুরু করা হয়নি। কারণ ডুবে যাওয়া ফেরি উদ্ধার করতে হলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় লাগবে।
খালেদ নেওয়াজ জানান, হামজা বা রুস্তম দিয়ে ফেরি উদ্ধার করা সম্ভব নয়। ফেরি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে ফেরি প্রত্যয় বুধবার রওনা দিয়েছে। কিন্তু নদীতে ঘন কুয়াশার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এসে উদ্ধার কাজে যোগ দিলে উদ্ধার অভিযান সহজ হবে বলেও তিনি জানান।
এদিকে নৌবাহিনীর ডুবুরি দলের পিটি অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবির নিখোঁজ রয়েছেন। হুমায়ন কবির ফেরিতে আটকা আছেন কি না, তার খোঁজ করছে নৌবাহিনীর ১১ জনের একটি ডুবুরি দল। এ ছাড়াও হুমায়ন কবিরকে উদ্ধারে দফায় দফায় নদীতে খোঁজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে, বুধবার দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূরে ছোট-বড় ৯টি যানবাহন এবং চালক-হেলপারসহ ২১ জন ব্যক্তিকে নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।