মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে বরিশালে ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বেশ কয়েকটি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়। তীব্র শীত ও বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। এমন প্রেক্ষাপটে সকালে জেলায় বেশকিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র শীতের কারণে কয়েকটি স্কুলে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে, আবার কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা যাওয়ার পর ছুটি ঘোষণা করা হয়।
বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম কামরুল আলম চৌধুরী বলেন, ‘শৈত্যপ্রবাহের কারণে বৃহস্পতিবার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার থেকে যথারীতি স্কুলের কার্যক্রম চলবে।’
এদিকে শীতের সঙ্গে বৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সবজি বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘বৃষ্টির কারণে বেচা কেনা কমে গেছে। ভোগান্তিতেও পড়তে হয়েছে।’
বেসরকারি একটি ব্যাংকের ক্যাশিয়ার রত্না জাহান বলেন, ‘সকাল থেকে বৃষ্টিতে শীত আরও কয়েকগুণ বাড়িয়েছে। অফিসে যেতেও কষ্ট হয়েছে বেশ।’
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ন কবির বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিলে ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই দিন থাকবে এরকম আবহাওয়া।’