বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝালকাঠি আইনজীবী সমিতি: টানা ১২ বার সভাপতি রসুল

  • প্রতিনিধি, ঝালকাঠি   
  • ১৮ জানুয়ারি, ২০২৪ ১০:৩০

তফসিল ঘোষণার পর ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে একটি প্যানেলে ১৫ প্রার্থী নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। কারও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

ঝালকাঠি আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টানা ১২তম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান রসুল। এ পদে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তার।

নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বনি আমিন বাকলাই।

ঝালকাঠি আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য ১৩টি পদের সবগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।

তফসিল ঘোষণার পর ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে একটি প্যানেলে ১৫ প্রার্থী নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। কারও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক মো. বনি আমিন বাকলাই ফের নির্বাচিত হন। বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে একই পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাসভাপতি হন মো. মনজুর হোসেন ও আবদুল জলিল। চারজন যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন মো. তরিকুল ইসলাম খোকন সিকদার, মু. জাকারিয়া রহমান জিহাদ, কার্তিক চন্দ্র দত্ত ও মো. আল আমিন ফরাজী। অর্থবিষয়ক সম্পাদক হন মো. আবদুল আলীম।

ভিজিল্যান্স সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান তালুকদার ও লাইব্রেরি সম্পাদক পদে সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে মানিক লাল আচার্য্য, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মো. গোলাম বিকরিয়া ঝন্টু, সনজীব কুমার বিশ্বাস (সন্তোষ) ও মো. মোজাম্মেল হোসেন।

আগামী এক বছরের জন্য এ কমিটি বহাল থাকবে।

এ বিভাগের আরো খবর