বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধ নির্মাণে অগ্রগতি নেই, দুশ্চিন্তায় হাওরাঞ্চলের কৃষক

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২৪ ২২:০৭

বরাদ্দের পরও সুনামগঞ্জের ৭৩৩টি বাঁধের মধ্যে ৩০২টি ফসল রক্ষা বাঁধে এখনও কাজই শুরু হয়নি। দ্রুত বাঁধের কাজ শুরু করে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবিতে কয়েকটি উপজেলায় মানববন্ধন করেছে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের কর্মীরা।

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতিতে আতঙ্ক আর দুশ্চিন্তা জেগেছে হাওরাঞ্চলের কৃষকদের মনে। সরকারি নিয়ম অনুযায়ী বাঁধের কাজ শুরু হওয়ার এক মাস পূর্ণ হলেও ৭৩৩টি বাঁধের মধ্যে ৩০২টিরই কাজ শুরু হয়নি। এখনও গঠন করা হয়টি চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটি। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা থাকলেও মাত্র ১ মাস ২৫ দিনের মধ্যে পিআইসি গঠন করে সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করাকে এক প্রকার অসম্ভব বলে ধারণা কৃষকদের।

এ ছাড়া ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্বশীলদের অনেকেই। সম্পতি জেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির এক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী দ্রুত সব ক’টি হাওর রক্ষা বাঁধের কাজ শুরুর তাগিদ দেন। সভায় জেলার ১২ উপজেলার নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরাসহ জেলা কমিটির বেসরকারি সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৗশলী মামুন হাওলাদার নিউজবাংলাকে জানান, এ বছর এক হাজার ৭১৮ কিলোমিটার হাওর রক্ষা বাঁধের মধ্যে ৭৩৩টি অংশে ৫৯১ কিলোমিটার বাঁধের কাজ হবে। এজন্য ৭৩৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন হবে যার ৭২৯টি কমিটি গঠন হয়েছে।

কাজের অগ্রগতির বিষয়ে তিনি জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় অনুমোদিত ২৮ প্রকল্পের মধ্যে ২৩টি, বিশ্বম্ভরপুরে ৩১টির মধ্যে ১৮টি, জামালগঞ্জ উপজেলায় ৪৪ টির মধ্যে ২৩টি, তাহিরপুরে ৮২টির মধ্যে ৬০টি, ধর্মপাশায় ৯৬টির মধ্যে ৭৯টি, মধ্যনগরে ৩২টির মধ্যে ২৫টি, শান্তিগঞ্জে ৬৬টির মধ্যে ৩১টি, জগন্নাথপুরে ৩১টির মধ্যে ২৫টি, দিরাইয়ে ১১০টির মধ্যে ৩৫টি, শাল্লায় ১৩১টির মধ্যে ৫৫টি, দোয়ারাবাজারে ৫১টির মধ্যে ৩৪টি এবং ছাতক উপজেলায় ৩১টির মধ্যে ২৩টি বাঁধের কাজ শুরু হয়েছে। কাজ শুরুর অগ্রগতি দেখানো হয়েছে ৫৯.১২ শতাংশ। সবচেয়ে বেশি ধর্মপাশায় ৮২.২৯ শতাংশ এবং সবচেয়ে কম অগ্রগতি শাল্লা উপজেলায় ৪১.৯৮ শতাংশ এবং কাজ বাস্তবায়নের অগ্রগতি ১২ শতাংশ।

সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের নোয়াগাঁয়ের কৃষক আশরাফ উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কাজ শুরু করার কথা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে, কিন্তু এখনও প্রায় অর্ধেক বাঁধে মাটি পড়েনি। এই অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে বলে মনে হয় না। কাজ বাস্তবায়নের অগ্রগতি একেবারে কম। আমরা হাওরবাসী দুশ্চিন্তায় আছি, এবারও যদি বর্ষার সময় বাঁধ ভেঙে পানি ঢোকে, তাহলে আমাদের আর বাঁচার মতো অবস্থা থাকবে না।’

কাজের অগ্রগতি নিয়ে সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ বলেন, ‘পিআইসি গঠন ও কাজের অগ্রগতি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। যথাসময়ে বাঁধ নির্মাণ করতে না পারলে কৃষকদের আগাম বন্যায় বিপদের ভয় আছে। তাই যথা সময়ের মধ্যে কাজ শেষ করার জোর দাবি জানাই।’

সুনামগঞ্জের প্রায় সাড়ে তিন লাখ কৃষক এবার দুই লাখ ২৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করবেন। কৃষ্টি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘এসব জমিতে ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। টাকার অঙ্কে যার মূল্য চার হাজার একশ দশ কোটি টাকা।’

হাওরের কৃষকদের উৎপাদিত এ ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে প্রতি বছরের মতো এবারও ফসল রক্ষা বাঁধের কাজ করছে সরকার। বাঁধের কাজ ১৫ ডিসেম্বর থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা।

হাওর বাঁচাও আন্দোলন-এর মানববন্ধন

এদিকে হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠনে অনিয়ম ও বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন।

বুধবার সকালে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘৭৩৩টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি প্রকল্পের কাজ শুরু হয়নি। এক মাসে মাত্র ১০ ভাগ বাঁধের কাজ হয়েছে যেটি আমাদের জন্য শঙ্কার। এতে আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ফসলডুবির শঙ্কা রয়েছে।’

এ সময় অনতিবিলম্বে বাঁধের কাজ শুরু না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার লক্ষ্যে চলতি বছর ১২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘পিআইসি গঠনেও অনিয়ম হয়েছে।’

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যেন নির্ধারিত সময়ে শেষ করা হয়- সেদিকে আপনাকে বিশেষ নজরদারি করতে হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মো. আলী নূর, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ, সদস্য রবিন্দ্র চন্দ্র দেব, চন্দন কুমার রায় প্রমুখ।

একই দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখা।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি নাছরুম মেম্বার, সাবেক ইউপি সদস্য বাবর আলী, কৃষক প্রতিনিধি ফারুক মিয়া প্রমুখ।

সেখানে বক্তারা বলেন, ‘পার্শ্ববর্তী জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ফসল রক্ষা বাঁধগুলো ৩০ থেকে ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু, তাহিরপুর উপজেলা ৮২টি প্রকল্পের কার্যাদেশ প্রদান করা হলেও ৯০ ভাগ প্রকল্পে এখন পর্যন্ত এক টুকরি মাটিও পড়েনি।’

তারা দ্রুত বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান।

এ বিভাগের আরো খবর