বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪ ঘণ্টা ধরে পানি উঠে ডুবেছে কুয়াশায় নোঙর করা ‘রজনীগন্ধা’

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ১৭ জানুয়ারি, ২০২৪ ১২:৫৩

নাজমুল হোসেন বলেন, রাত ৪টার দিকে ফেরিতে পানি ওঠা শুরু হয় এবং সকাল ৮টার পর ফেরিটি পানিতে ডুবে যায়। ফেরিটি পানিতে ডুবে যাওয়ার সময় নদীতে ঝাপ দেই এবং সাঁতার কাটতে থাকি। পরে একটি ট্রলার এসে আমাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিটি ঘন কুয়াশার কারণে গভীর রাতে প্রায় মাঝনদীতে নোঙর করা হয়েছিল। ভোর থেকে এই ফেরিতে পানি উঠতে শুরু করে, পরে সকালে তা ডুবে যায়।

বুধবার সকালে নিউজবাংলাকে এই বর্ণনা দিয়েছেন ফেরিটিতে থাকা প্রত্যক্ষদর্শী মো.নাজমুল হোসেন। তিনি একটি পণ্যবাহী যানবাহন নিয়ে ওই ফেরিতে ছিলেন।

নাজমুল হোসেন বলেন, আমার গাড়িতে লোহার বস্তা ছিল। এসব লোহার বস্তা নিয়ে কাঁচপুর একটি কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ৯টি পণ্যাবাহী যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি পাটুরিয়ার দিকে রওনা দেয়। কিন্তু ঘন কুয়াশার মাঝনদীতে ফেরিটি নোঙর করা হয়।

নাজমুল হোসেন বলেন, রাত ৪টার দিকে ফেরিতে পানি ওঠা শুরু হয় এবং সকাল ৮টার পর ফেরিটি পানিতে ডুবে যায়। ফেরিটি পানিতে ডুবে যাওয়ার সময় নদীতে ঝাপ দেই এবং সাঁতার কাটতে থাকি। পরে একটি ট্রলার এসে আমাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

এদিকে যানবাহন নিয়ে ফেরিডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করেন।

এ ছাড়া ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার যান্ত্রিক চালক হুমায়ন হোসেন এখনও নিখোঁজ রয়েছেন।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ফেরি ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিউটিসিসহ অন্যান্যরা উদ্ধার কাজে নিয়োজিত আছে। ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু ফেরির যান্ত্রিক চালক হুমায়ন হোসেন নিখোঁজ রয়েছেন। আমরা নিখোঁজ ব্যক্তিসহ ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের জন্য চেষ্টা করছি।

বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, রজনীগন্ধা ফেরিতে থাকা ছোট বড় ৯টি পণ্যবাহী যানবাহন (ট্রাক) উদ্ধারের চেষ্টা চলছে। আমাদের পাটুরিয়ায় থাকা উদ্ধারকারী জাহাজ উদ্ধার অভিযানে কাজ করছে।

তিনি বলেন, এ ছাড়াও নারায়ণগঞ্জ থেকে বড় একটি উদ্ধারকারী জাহাজ হামজা রওনা দিয়েছে। তবে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান অনেকটাই সফল হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরি ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ফেরি ডুবে যাওয়ার মূল কারণ জানা যাবে বলেও তিনি জানান।

এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের প্রায় ৩০০ মিটার দূরে ছোট-বড় ৯টি পণ্যবাহী যানবাহন (ট্রাক) নিয়ে ডুবে যায়।

এ বিভাগের আরো খবর