ঝালকাঠির কাঠালিয়ায় এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন মোহাম্মদ নগর এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেপ্তার ২৭ বছর বয়সী মো. সাগর খান ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৮ সদর দপ্তরের ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন গ্রেপ্তার সাগর খান। যার ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সাগর তার মায়ের সঙ্গে সাক্ষাতের কথা বলে ওই স্কুলছাত্রীকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। ওই সময় আসামি সাগর খানসহ অন্যান্য আসামিরা ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এক পর্যায়ে স্কুলছাত্রী কৌশলে ঘর থেকে বের হয়ে পালিয়ে চলে যায়।
র্যাব-৮ সদর দপ্তরের ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এরপর র্যাব-৮ আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-৬, সিপিএসসি ক্যাম্পের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে সোমবার রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন মোহাম্মদ নগর এলাকা থেকে আসামি সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।