বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুন্সীগঞ্জে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় যুবক নিহত

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ১৬ জানুয়ারি, ২০২৪ ১২:০১

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় আলদিবাজারে মাঠা খেতে যায় দুই বন্ধু শাহআলম ও শুভ। পরে ফেরার পথে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার ডাকাততলা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া-দিঘীরপাড় সড়কে গাছের সঙ্গে বাইকের ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।

সড়কের মদিনাবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২৩ বছর বয়সী শাহ আলম নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা। এ ঘটনায় বাইকে থাকা শুভ নামের আরেক যুবক আহত হয়েছেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় আলদিবাজারে মাঠা খেতে যায় দুই বন্ধু শাহ আলম ও শুভ। পরে ফেরার পথে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার ডাকাততলা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহ আলমকে মৃত বলে জানান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক জানান একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরো খবর