জামালপুরের সরিষাবাড়ীতে ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান জানান, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে উৎপাদন বন্ধ করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে তিতাস কর্তৃপক্ষ। পরদিন থেকে উৎপাদনে যায় যমুনা।
শুরুতে যমুনার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল এক হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কম থাকায় তা নেমে আসে এক হাজার ৩৫০ টনে।
এবার উৎপাদনে ফেরার ৭৬ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। এ কারণে বিকেল থেকে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
আবার কবে থেকে চালু হবে এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান জানান, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পেলেই উৎপাদন শুরু হবে।