কক্সবাজারের চকরিয়ায় চুরির অপবাদ দিয়ে দুই যুবককে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবকদের একজনের স্ত্রী সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়া গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুই যুবককে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বেলাল আহমদ, নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, আলমগীর, জসিম উদ্দিন, আবদুল মালেক ও ইদ্রিস আহমদ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তদের সঙ্গে দুই যুবকের পূর্ববিরোধ ছিল। এরই জের ধরে তারা গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে দুই যুবককে তাদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে আনেন। এর পর স্থানীয় এক দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়।একপর্যায়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয় দুজনকে।
পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে হারবাং ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় দুই যুবকের পরিবার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’