বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:৫১

গ্রাহকের করা প্রতারণার শতাধিক মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সিআইডি তার বিরুদ্ধে ৪২১ কোটির বেশি টাকা পাচারের অভিযোগ এনেছে।

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম এ ব্যাপারে বলেন, ‘গ্রাহকরা মামলা করার পর থেকে মঞ্জুর পলাতক ছিলেন। তিনি পালিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন। সম্প্রতি গোপন সূত্রে খবর পাওয়া যায় যে তিনি দেশে ফিরেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ জানিয়েছে, গ্রাহকের করা প্রতারণার শতাধিক মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে গত বছরের ১৬ মে বনানী থানায় মঞ্জুরসহ আলেশা মার্টের আরও চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঞ্জুরের বিরুদ্ধে ৪২১ কোটির বেশি টাকা পাচারের অভিযোগ এনেছে।

ঢাকার একটি আদালত গত বছরের ২১ জুন আলেশা মার্টের সব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। একইসঙ্গে মঞ্জুরসহ অভিযুক্তদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর