চট্টগ্রামের আনোয়ারায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
পটিয়ার শিকলবহা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে বাহিনীটি।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী ফারুক উপজেলার বৈরাগী পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নূরুল আবছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ারার বৈরাগ পাড়া এলাকায় আবুল বশর নামের একজনের সঙ্গে প্রতিবেশী ফারুকের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর মধ্যে ২০২২ সালের ২১ এপ্রিল বাড়ির সীমানায় বাঁশের বেড়া দেয়ার চেষ্টা করেন বশর। ওই সময় বশরকে বাধা দিলে ফারুকের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে ফারুক তার সহযোগীদের নিয়ে বশর, বশরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এ ঘটনায় আবুল বশর বাদী হয়ে পাঁচজনকে এজহারনামীয় ও অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা করেন।
নূরুল আবছার বলেন, ‘মামলা করার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১১ জানুয়ারি পটিয়ার শিকলবহা থেকে আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়।’
পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।