জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অব্যহতি দেয়ার জেরে খুলনায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ ও বিক্ষোভ মিছিল করেছেন জাপা নেতা-কর্মীরা।
শনিবার বেলা ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার থানার মোড়ে জাতীয় পার্টি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে এ কুশপুতুল দাহ করেন।
ছাত্র সমাজের খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলার সভাপতি মো শাওন হাওলাদার বলেন, ‘জিএম কাদের দলটিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। তিনি তৃণমূল নেতা-কর্মীর কোনো খোঁজখবর রাখেন না। যে তার অন্যায়ের প্রতিবাদ করে, তাকেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে দল থেকে অব্যাহতি দেন। তার অপকর্মের বিরুদ্ধে আমরা কুশপুতুল দাহ করলাম।’
তিনি আরও বলেন, ‘সুনীল শুভ রায় জাপার প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এটা সম্পূর্ণ জিএম কাদেরের ইন্ধনে হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন- বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহীসহ অনেকে।
মনোনয়ন বাণিজ্যসহ নানা অভিযোগে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন জাতীয় পার্টির কয়েকজন নেতা। এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জানুয়ারি) দলটির বনানী কার্যালয়ে চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন তারা। দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে নেতা-কর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের অপসারণ দাবি করেন। এসব ঘটনায় কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে শুক্রবার অব্যাহতি দেয়া হয়।