দীর্ঘ পাঁচ বছর ধরে দুইটি খাঁচায় বন্দি থাকা তিনটি টিয়াকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার।
সরকারি ছুটির দিন শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে টিয়াগুলোকে উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে দুপুর ২টার দিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, সংবাদকর্মী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য মৃন্ময় পাল প্রান্তর মাধ্যমে একটা অ্যালুমিনিয়ামের দোকানে দীর্ঘ পাঁচ বছর ধরে তিনটি টিয়ার বন্দি থাকার কথা জানতে পারেন কর্মীরা। পরে তাদের সঙ্গে নিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম দুপুর ১২টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি পাখিগুলোকে উদ্ধার করে।
দুপুর দুইটার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের উপস্থিতিতে তিনটি টিয়াকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পাখিগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন বন বিভাগের (ওয়াইল্ড লাইফ) সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, বন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম, স্ট্যান্ড ফর ওয়াইল্ড লাইফ (সিউ) টিমের সোহেল শ্যাম, সাংবাদিক ও পরিবেশকর্মী সালাহউদ্দিন শুভ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকারসহ অনেকে।
বন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম বলেন, “‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’-এর সত্বাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তারা বিক্রির জন্য দোকানে রাখেনি। শখের বসে লালন-পালন করে আসছে দীর্ঘদিন।
“দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।”