বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে অশোক, সুহেল

  • প্রতিবেদক, সিলেট   
  • ১২ জানুয়ারি, ২০২৪ ১২:৩৫

ঘোষিত ফল অনুযায়ী, অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুল হক পান ৫৭১ ভোট।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল পুনর্নির্বাচিত হয়েছেন।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভোরে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ করা হয়।

রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোর ছয়টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান চৌধুরী।

ঘোষিত ফল অনুযায়ী, অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুল হক পান ৫৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী জুবায়ের বখন জুবের পান ৩৮২ ভোট।

দুজনই টানা দ্বিতীয়বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এ ছাড়া মো. জালাল উদ্দিন ৯০০ ভোট পেয়ে সহসভাপতি-১, মো. নুরুল আমিন ৬৮৭ ভোট পেয়ে সহসভাপতি-২, মো. সালেহ আহমদ (হীরা) ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে নির্বাচিত হন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় চলে ভোটগ্রহণ। সমিতির ১ হাজার ৭৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৯ জন এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন।

এ বিভাগের আরো খবর