রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা।
বঙ্গভবনে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের পরের দিন শুক্রবার সকালে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী শুরুতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তী সময়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত সদস্যরা শপথ নেন গত বুধবার। পরের দিন সন্ধ্যায় শপথ নেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৩৭।