বরিশালের উজিরপুরে ইটবাহী ট্রলির (থ্রি-হুইলার) ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রলিটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে।
উজিরপুর উপজেলার সাকরাল এলাকার কালু হাওলাদারের বাড়ির সামনে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১২ বছর বয়সী নুসরাত আক্তার উজিরপুরের পরমানন্দ সাহা এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের মেয়ে। সে সাকরলাম এলাকার আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাস আলী জানান, নুসরাত সদ্য তাদের স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। স্কুল ছুটির পর সে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। সাকরাল এলাকার কালু হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে ট্রলিটি রেখে চালক পালিয়ে যায়, তবে বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রলিটিতে আগুন দিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায় এবং থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি শান্ত করে নুসরাতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নুসরাত সড়কের পাশ দিয়েই হাঁটছিল, কিন্তু দ্রুতগতিতে চলা ট্রলিটি হঠাৎ করে সামনে থেকে স্কুলছাত্রী নুসরাতকে চাপা দেয়।
স্থানীয়রা জানান, ট্রলির চালক সাকলরাল এলাকার বাসিন্দা কালাম হাওলাদার। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, ‘এ ঘটনায় ট্রলিটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে, তবে চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে, সেইসঙ্গে মরদেহের ময়নাতদন্তও করা হবে।’
অপরদিকে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।