বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পররাষ্ট্রের গুরুদায়িত্বে হাছান মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জানুয়ারি, ২০২৪ ২৩:২৭

ড. হাছান মাহমুদ ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ৬ মাস পরই তাকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১১ সালের নভেম্বরে তিনি এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পান। সবশেষ তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে অভিজ্ঞ রাজনীতিবিদ ড. হাছান মাহমুদকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত সরকারের মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এই দপ্তর বণ্টন করা হয়। এ কে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হয়েছেন ড. হাছান মাহমুদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাছান মাহমুদ। এর আগে ২০০৮ সালে চট্টগ্রাম-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এর ৬ মাস পরই তাকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১১ সালের নভেম্বরে তিনি এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পান।

অভিজ্ঞ এই রাজনীতিক ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রী হন।

হাছান মাহমুদ ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রসায়নে বিএসসি অনার্স ও ১৯৮৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৬ সালে জেনেভা থেকে আন্তর্জাতিক রাজনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। একই বছর তিনি বেলজিয়ামের ব্রাসেলসের ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০০-২০০১ সালে লিমবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৮৯-৯০ সালে সভাপতি ছিলেন।

১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বিদেশে অবস্থানকালে বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই রাজনীতিক।

ড. হাছান তিনি ২০০১ সালের নভেম্বর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। একই সঙ্গে তিনি দলের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় সম্পাদকও ছিলেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরো খবর