বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আওয়ামী লীগ ভুয়া নির্বাচনে সংসদ দখল করেছে: মঈন খান

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জানুয়ারি, ২০২৪ ২১:৫৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘এই সরকার কতটা অর্থহীন তা আর বলার অপেক্ষা রাখে না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যা বিশ্বাস করে তা হলো একদলীয় বাকশালী শাসন।’

আওয়ামী লীগ সরকার ভুয়া নির্বাচনের মাধ্যমে সংসদ দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষে জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান এই অভিযোগ করে বলেছেন, ‘সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে ভণ্ডুল হওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করে বিএনপি কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

সংবাদ সম্মেলনে ড. মঈন খান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পূর্বনির্ধারিত ছিল। এটা এখন আর শুধু বিএনপির বক্তব্য নয়, তথ্য-প্রমাণসহ বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সবচেয়ে হতাশাজনক ও লজ্জাজনক বিষয় হচ্ছে সরকার প্রকাশ্য দিবালোকে ভোট ডাকাতিতে লিপ্ত হয়েছে। তারা আলোচনার মাধ্যমে খোলাখুলিভাবে আসন ভাগ করে নিয়েছে এবং কে কোন আসনে নির্বাচিত হবে প্রকাশ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

‘এই সরকার কতটা অর্থহীন তা আর বলার অপেক্ষা রাখে না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যা বিশ্বাস করে তা হলো একদলীয় বাকশালী শাসন।’

ড. মঈন বলেন, ‘২৮ অক্টোবর দেশের সর্ববৃহৎ দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করে নেয় সরকার। আমরা আজ (বৃহস্পতিবার) অফিস পুনরায় খুলেছি এবং জনগণের পক্ষে কথা বলতে এসেছি। কারণ আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি।

‘বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। আমরা অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছি। আমরা রাস্তায় আছি এবং আন্দোলন করে যাব।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা আন্দোলন করছি এবং জনগণের ভোটাধিকার, অর্থনৈতিক সমতার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করব।

‘আমরা বাংলাদেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করব যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এম শাহজাহান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে ৭ জানুয়ারির নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ব্যালটে সিল মারার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরো খবর