বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিকল্পনা মন্ত্রণালয়ে এবার আবদুস সালাম

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ জানুয়ারি, ২০২৪ ২১:০১

৩৩ বৎসর চাকরির পর ৫৪ বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয়ার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন আবদুস সালাম। তিনি দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ২০০৪ সাল থেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে।

নবগঠিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আর এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি।

আবদুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত হন। সেই চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের নির্বাচনে (২০০১) নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে গেলেও ২০০৮ সালে ফের ভোটে জিতে সংসদে আসেন আবদুস সালাম। এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন না পেলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে আবারও মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

শুরুতে ঋণ খেলাপির অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের করা আপিলে নির্বাচন কমিশন আবদুস সালামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করায় প্রার্থিতা হারান তিনি। পরবর্তীতে তিনি হাইকোর্টে প্রার্থিতা ফিরে পান যা সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগ বহাল রাখে। এরপর গত ৭ জানুয়ারি তিনি তৃতীয়বারের মত নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এবারের নির্বাচনে আবদুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। আনোয়ারুল আবেদীন খান ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

৩৩ বৎসর চাকরির পর ৫৪ বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয়ার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন আবদুস সালাম। তিনি দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ২০০৪ সাল থেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে। ২০২২ সালে উপজেলা সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর