দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বেলা ১১টার আগে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন তারা।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বন্ধ ছিল দলটির কেন্দ্রীয় কার্যালয়।
সংবাদকর্মীদের ভিড়ে স্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। পরে সিঁড়ি বেয়ে ওপরের তলায় গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আড়াই মাস পর আমাদের প্রধান কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ঢুকলাম তালা ভেঙে। ২৮ অক্টোবরে একটি নারকীয় তাণ্ডবে বিএনপির বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের তাবেদার আইনশৃঙ্খলা বাহিনী।
‘আমাদের যুবদলের একজন নেতা, শামীম, সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের পর্যায় শুরু হয়। তারপর থেকে আপনারা সবই জানেন।’