বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজের পোস্টার অপসারণ নবনির্বাচিত এমপি নাদেলের

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ৮ জানুয়ারি, ২০২৪ ২৩:৩১

পোস্টার অপসারণকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে নাদেল বলেন, ‘কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিনে মোড়ানো পোস্টার বাঁধা রয়েছে, সেগুলো অপসারণ করতে হবে। কেননা পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যবহৃত নিজের পোস্টার, ব্যানারসহ বিভিন্ন সামগ্রী কর্মী ও সমর্থকদের নিয়ে অপসারণ করেছেন মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল।

নির্বাচনের পরের দিন সোমবার দুপুরে কুলাউড়া পৌর এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি পোস্টার অপসারণ শুরু করেন।

কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা যায়, প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টারে পুরো শহর সয়লাব হয়ে গেছে। এসব পোস্টার ছিটকে পড়লেও পচে নষ্ট হবে না। আবর্জনার স্তূপ হয়ে উঠবে। এতে করে পরিবেশ দূষণ হবে।

পোস্টার অপসারণকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে নাদেল বলেন, ‘কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিনে মোড়ানো পোস্টার বাঁধা রয়েছে, সেগুলো অপসারণ করতে হবে। কেননা পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

এলাকার সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন না লাগানোর অনুরোধ করেন নাদেল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে চারটি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম শাহীন (সোনালি আঁশ) পান ১১ হাজার ৪৪৯ ভোট।

উল্লিখিত দুজনের বাইরে এ কে এম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫ হাজার ৫৫২, মো. আবদুল মতিন (কাঁচি) ৬৬৮, আবদুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পান।

এ বিভাগের আরো খবর