বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপি নেতাদের নামে মামলা, গ্রেপ্তার ১২

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ৮ জানুয়ারি, ২০২৪ ২২:৩৭

চান্দগাঁও থানার ওসি জাহিদুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নির্বাচন চলাকালে রোববার বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া বাদী হয়ে চান্দগাঁও থানায় সোমবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নওশাদ আল জাসেদুর রহমান ও চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি আবদুর রহমান আলফাজসহ ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উদ্বেগ জানিয়ে বিএনপির বিবৃতি

এদিকে মামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

এক বিবৃতিতে নেতারা বলেন, ‘বিএনপির ডাকা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে সরকার। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতৃবৃন্দকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। বর্তমান সরকার বিএনপির নেতৃত্বে চলমান এক দফার অসহযোগ আন্দোলনে ভীত হয়ে পড়েছে। তাই মধ্যরাতের ভোট ডাকাত সরকার পুলিশকে দিয়ে বিএনপি নেতা আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহসহ শত শত নেতা-কর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে।

‘অথচ ওই দিন এই দুই নেতা কর্মসূচিতেও ছিলেন না। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকারের লোকজন পরিকল্পিতভাবে একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে আছে। এখন আইন আদালত, প্রশাসন, পুলিশ সবকিছুই শেখ হাসিনার হুকুমের দাসে পরিণত হয়েছে।’

বিএনপি নেতারা গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিভাগের আরো খবর