সরকারঘোষিত হজ প্যাকেজে নির্ধারিত টাকা থেকে কেন কমিয়ে নির্ধারণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ-উজ জামান, যার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এর আগে গত ২৮ নভেম্বর রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।
নোটিশে হজের মোট খরচ ৪ লাখ টাকায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩ হাজার টাকা করা হয়েছে।
বড় অঙ্কের এ খরচ কমিয়ে প্যাকেজের অর্থ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নির্ধারণ করতে রিট আবেদনে উল্লেখ করা হয়।