দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের পর্যবেক্ষক দল সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘তাদের একজন ১৫ থেকে ১৬টি কেন্দ্রে গেছেন আর একজন চার থেকে পাঁচটি কেন্দ্র গেছেন। তারা আমাদের বলেছেন নির্বাচন নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার দুপুরে জাপানের রাষ্ট্রদূত ও জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ওয়াতানাবে মাসাতো, যিনি একসময় আমাদের দেশে জাপানের রাষ্ট্রদূত ছিলেন, তিনিসহ তার দল আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন।’
সিইসি আরও বলেন, ‘তারা বলেছেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনের জন্য আমরা যদি তাদের কাছে কোনো সহযোগিতা চাই সেটা তারা দিতে রাজি। জবাবে আমরা বলেছি প্রয়োজন হলে আমরা আপনাদের সহযোগিতা নেব।’
এ সময় জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ওয়াতানাবে মাসাতো সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে বলেছি এই নির্বাচন নিয়ে আমাদের অনুভূতির কথা। এখন এতটুকু আমি বলতে পারি, নির্বাচন কমিশনের হসপিটালিটি আমাদের খুব মুগ্ধ করেছে।’