বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে জাল ভোট দেয়ার অপরাধে দুইজনের কারাদণ্ড

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ৮ জানুয়ারি, ২০২৪ ১৩:৩১

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালত ওই দুইজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হওয়া দুইজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ভোটের দিন রোববার বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মো. ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন।

স্থানীয়রা জানান, তারা শামীম ওসমানের কর্মী বলে পরিচিত।

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সোমবার সকালে জানান, এ আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালত ওই দুইজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের ছোট ভাই জোটন কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় তাকেও দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে বিচারিক আদালত। এ ছাড়া নির্বাচনি মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও দুই বছরের সাজা দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর