দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া ও চীনসহ সাতটি দেশ।
ভোটের পরদিন সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওইসব দেশের রাষ্ট্রদূতরা এই অভিনন্দন জানান।
যে সাতটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সে দেশগুলো হলো ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা বলেন, ‘ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’
তিনি জানান, রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ে তারা নিজ নিজ দেশ ও সংস্থার পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
এতে বলা হয়, প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।
রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদের ভোট হয়। একটি আসনের প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হয়েছে ২৯৯ আসনে। ভোটের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হন ১৮৯টি আসনে। ৬০টিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।