দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ আসনে (কেন্দুয়া-আটপাড়া) স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে মাত্র ২ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের এই হেভিওয়েট প্রার্থী ও বর্তমান এমপি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। আর অসীম কুমার উকিল পান ৭৪ হাজার ৫শ ৫০ ভোট।
অসীম কুমার উকিল ওই আসনের বর্তমান সংসদের (একাদশ) এমপি। তিনি টানা দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছিলেন। আর স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু লড়েছেন ট্রাক প্রতীকে। তিনি দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন।
নির্বাচনি ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা আরেক স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশীও আসনটির সাবেক এমপি। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। কোরাইশী পেয়েছেন মাত্র ৫ হাজার ৪৬০ ভোট। তিনি লড়েছেন ঈগল প্রতীকে।
অসীম কুমার উকিলের সমর্থকরা মনে করেন, দলীয় মনোনয়নের বাইরে নিজ দলের দুই স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাই অসীমের পরাজয়ের মূল কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপির ভোট ব্যাংক। নৌকার মনোনয়ন পাওয়ায় বিএনপির ভোটাররা অসীমকে কোনো ভোট দেননি।
এ ছাড়াও অসীমের পরাজয়ের আরও কিছু কারণ উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তারা বলেন, অসীম কুমার উকিল একজন বড় মাপের নেতা। প্রায় সময় এলাকায় আসেন। এলাকার উন্নয়নও করেছেন। কিন্তু সহজে তৃণমূলের মানুষের সঙ্গে মিশেন না। অনেক ত্যাগী নেতা-কর্মী ওই তার অবমূল্যায়নের শিকার হয়েছেন। এ কারণে তারা সরে গেছেন।