বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট পর্যবেক্ষণ শেষে যা বললেন বিদেশি পর্যবেক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ জানুয়ারি, ২০২৪ ০০:৪৭

ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে হয়েছে বলে জানান ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। সন্তুষ্টির কথা জানিয়ে তারা বলেন, ‘ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা সন্তুষ্ট।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। রোববার ভোটের দিন সকাল থেকেই বিদেশি পর্যবেক্ষকরা ঘুরে দেখেছেন রাজধানীসহ কয়েকটি জেলার ভোটকেন্দ্র। এরপর ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে হয়েছে বলে জানান ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা।

ভোটগ্রহণের সময় শেষে বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে আসেন তারা।

নির্বাচন পর্যবেক্ষকরা সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ‘ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা সন্তুষ্ট।’

ওআইসির নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর সংবাদ সম্মেলনে বলেন, ‘পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। আমি অবাক হয়েছি, দোকান-পাট বন্ধ কেন! সড়কে কোনো মানুষ দেখা যায়নি। শহর ছিল শান্ত।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে দুইবার প্রশ্ন করা হয়েছে, আপনি এমন একটি দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ চলছে। বাংলাদেশে আসা কি গুরুত্বপূর্ণ? বাংলাদেশে আসার জন্য আপনার ওপর কোনো ধরনের চাপ ছিল? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল কি না? না। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। তিন মাস আগে আমি যখন জিম্বাবুয়েতে ছিলাম, তখন আমন্ত্রণপত্র পাই। আমি ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে এসেছি, গাজার মতো সেখানে যুদ্ধ চলছে না।’

আরব ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডির সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার দেশের পাশাপাশি আমি ওই সংগঠনেও প্রতিবেদন জমা দেব। যে কারণে এই আমন্ত্রণে সাড়া দেয়া গুরুত্বপূর্ণ ছিল।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা বিনিময়। আপনাদের অভিজ্ঞতা এবং আমি ও বাংলাদেশে আমার সহকর্মীরা আজকে যা দেখলাম, এই সফরে আমরা একে অপরের কাছ থেকে শিখলাম। এটা একটি পেশাগত সফর ছিল।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি পরিবেশ দেখে আমরা সন্তুষ্ট। আমরা ভালো নির্বাচনি প্রক্রিয়া দেখেছি।’

আরেক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ বন্দর বলেন, ‘আমি এখনো জানি না- কত শতাংশ ভোট পড়েছে। সকালে যখন আমরা কেন্দ্র পরিদর্শন করি, তখন ভোটার উপস্থিতি খুবই কম ছিল। মানুষ আশা করছিল উপস্থিতি বাড়বে। যদি বাধ্যবাধকতা না থাকে, আপনি কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং কেউ আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারে না। ভোট দেয়ার ক্ষেত্রে আপনাদের দেশে কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না।’

কম ভোটার উপস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ বা ১৬ শতাংশ ভোট পড়লে সেটা নির্বাচন আয়োজকদের জন্য বার্তা। এর কারণ রাজনীতিকরা বিশ্লেষণ করবেন। আমি জর্ডানে অনেক নির্বাচন দেখেছি, সেখানে ৫৫ শতাংশ ভোট পড়েছে এবং সেটা ভালো নির্বাচন ছিল। তারপরও এই বিষয়টা দেখবেন রাজনীতিক ও গবেষণা সংস্থাগুলো।’

রাজধানীর তেজগাঁও কলেজের সামনে সকাল ১০টার দিকে ঘুরে দেখেন কমনওয়েলথের পর্যবেক্ষক দলের তিনজন। কমনওয়েলথ দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। তারা কলেজ কেন্দ্রটি পরিদর্শন করে মিরপুরে আরেকটি কেন্দ্র পরিদর্শনে যান।

এ বছর নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ছিল শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় এ বছর দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের দেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি দেয় নির্বাচন কমিশন। পর্যবেক্ষকরা খুব স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। বাংলাদেশের পক্ষ থেকে এ রকম কোনো নির্দেশনা দেয়া নেই যে তারা কোন কেন্দ্র পরিদর্শন করবেন বা কোনটি করবেন না।

এর আগেও কমনওয়েলথের পর্যবেক্ষকরা ঢাকা কলেজের কেন্দ্র পরিদর্শন করে তেজগাঁও আসেন। তারও কিছুক্ষণ আগে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটি পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষক দলের পাঁচ সদস্য, যারা চীন, মরিশাস ও উজবেকিস্তান থেকে এসেছেন।

এদিকে মুন্সীগঞ্জ-১ আসনে পর্যবেক্ষণ করতে ভোটকেন্দ্র পরিদর্শন করে বিদেশি পর্যবেক্ষক দল। রোববার বেলা আড়াইটায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের পর্যবেক্ষক দল উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসে। তারা ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে নির্বাচনের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছেন। এরপর তারা উপজেলার সিরাজদিখান উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান।

পর্যবেক্ষক দলে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের চিফ অফ স্টাফ ও রাষ্ট্রপতির সাবেক উপ-সহকারী আলেক্সান্ডার বার্টন গ্রে। ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম, যুক্তরাজ্য ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন ও সাবেক সদস্য, ইবারাকি প্রিফেক্টারাল এসেম্বলি। জাপানের ইনস্টিটিউট অফ রিভাইটালাইজেশন স্ট্র্যাটেজিসের পরিচালক ইওশিহিরো আইড।

এ ছাড়া ১০ সদস্যের আরেকটি বিদেশি পর্যবেক্ষক দল মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলদিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছে।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে কমনওয়েলথ প্রতিনিধিদল। দুজনের দলটি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ও পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে। কেন্দ্র পরিদর্শন করে তারা সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

জানা গেছে, রোববার সকালে প্রতিনিধিদলের সদস্য টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি কেন্দ্র দুটি পরিদর্শন করেন। তারা কেন্দ্রে প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম। এ সময় তিনি ভোটদান পদ্ধতির বিস্তারিত তথ্য-উপাত্ত তাদের সামনে উপস্থাপন করেন।

ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কমনওয়েলথ প্রতিনিধিদলের সদস্যরা দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তারা ভোটদান পদ্ধতি এবং ভোটারদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

টাঙ্গাইলে ভারতীয় পর্যবেক্ষক দলনেতা ধর্মেন্দ্র শর্মা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসেবে বাংলাদেশ সফর করছেন।

শনিবার বিকেলে তিনি ঢাকা থেকে এসে টাঙ্গাইল সার্কিট হাউসে অবস্থান করেন। ওইদিন সকাল ৯টায় তিনি গোপালপুর ও ভূঞাপুর উপজেলার ১০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি গোপালপুর উপজেলার আলমনগর উচ্চবিদ্যালয় কেন্দ্র, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয় কেন্দ্র, নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রে তিনি সন্তোষজনক ভোটার উপস্থিতি দেখতে পান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাগতিক কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বিপুল চন্দ্রদাস ও ভারতীয় হাই কমিশনের লিয়াজোঁ অফিসার শিলাদিত্য হালদার।

এ বিভাগের আরো খবর