চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে টানা পঞ্চমবারের মতো নৌকা প্রতীকে জয়ী হয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
এ আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭২ শতাংশ। ফজলে করিম পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পান ৩ হাজার ১৫৯ ভোট।
আসনটিতে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সফিক-উল আলম চৌধুরী পান ২ হাজার ৬৫৪ ভোট। এ ছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স ম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে ১ হাজার ৯৩৭ ভোট ও তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী পান ১ হাজার ১৪৯ ভোট।
রাউজানের আওয়ামী লীগ নেতা সুমন দে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিএম ফজলে করিম চৌধুরীকে সাতবার নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে ১৯৯৬ সালের নির্বাচনে তিনি হেরে যান। এখন টানা পঞ্চমবার নৌকা প্রতীকে জিতলেন তিনি।’