বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরায় পৌনে ২ লাখ ভোট পেয়ে জয়ী সাকিব

  • প্রতিনিধি, মাগুরা   
  • ৭ জানুয়ারি, ২০২৪ ২১:২৫

বেসরকারি ফলে প্রথমবারের মতো নির্বাচন করা নৌকার প্রার্থী সাকিব ১৫২টি কেন্দ্রে ভোট পান এক লাখ ৮৫ হাজার ৩৪৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান পাঁচ হাজার ৯৭৩ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে পৌনে দুই লাখ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

বেসরকারি ফলে প্রথমবারের মতো নির্বাচন করা নৌকার প্রার্থী সাকিব ১৫২টি কেন্দ্রে ভোট পান এক লাখ ৮৫ হাজার ৩৮৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান পাঁচ হাজার ৯৭৩ ভোট।

সারা দেশের মতো রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ ভোট হয় মাগুরা-১ আসনে। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পান।

জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু নাসের বেগের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরো খবর