বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচন বর্জনের আহ্বানে সাড়া দেয়ায় জনগণকে স্যালুট: বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ জানুয়ারি, ২০২৪ ১৯:০৪

আবদুল মঈন খান বলেন, ‘জনগণকে স্যালুট জানাব। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, কুকুরের ছবি দেখতে পাচ্ছেন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। সামনে শুয়ে রোদ পোহাচ্ছে। তো এই যে পরিস্থিতি, আজকে আমি জনগণকে আমাদের পক্ষ থেকে, শুধু বিএনপির পক্ষ থেকে নয়, আমাদের এই যে ৬২টি দল আমরা যারা নির্বাচন বর্জন করেছি, এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি আমরা যারা, তাদের সকলের পক্ষ থেকে আমি আজকে বাংলাদেশের মানুষকে স্যালুট জানাব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে ভোটাররা সাড়া দিয়েছে মনে করা বিএনপি জনগণকে অভিনন্দন জানিয়েছে।

রাজধানীর গুলশানে নিজ বাসভবনে রোববার সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘জনগণকে স্যালুট জানাব। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, কুকুরের ছবি দেখতে পাচ্ছেন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। সামনে শুয়ে রোদ পোহাচ্ছে।

‘তো এই যে পরিস্থিতি, আজকে আমি জনগণকে আমাদের পক্ষ থেকে, শুধু বিএনপির পক্ষ থেকে নয়, আমাদের এই যে ৬২টি দল আমরা যারা নির্বাচন বর্জন করেছি, এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি আমরা যারা, তাদের সকলের পক্ষ থেকে আমি আজকে বাংলাদেশের মানুষকে স্যালুট জানাব।’

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংখ্যাটি আরও বাড়তে পারে।

ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশজুড়ে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল চারটা নাগাদ।

সিইসি বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় সারা দেশে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাতে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে, তবে এটাই শেষ তথ্য নয়। সব হিসাব-নিকাশ শেষে এটা আরও বাড়তে পারে।’

এ বিভাগের আরো খবর