ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, ভোটের আগের রাতে এই ১২ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের আগের দিন রাতে সারা দেশে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোট হচ্ছে সারা দেশে, এর আগে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, ভোটের আগের রাতে এই ১২ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে।
এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে বলে জানানো হয়।