বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে পুলিশের রিকুইজিশন করা বাসে আগুন

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৬ জানুয়ারি, ২০২৪ ২৩:০০

কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড়ে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন, ‘বাসটি মূলত নির্বাচনের কিছু সামগ্রী নিয়ে একটি কেন্দ্রে গিয়েছিল। নির্বাচনি সামগ্রী কেন্দ্রে রেখে বাইরে দাঁড়ানো ছিল বাসটি। তখন দুর্বৃত্তরা ওই বাসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়৷’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

এর আগে শনিবার ভোরে নগরের বন্দর এলাকায় একটি ভোটকেন্দ্র ও সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ বিভাগের আরো খবর