বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাম্পে আগুন দিয়ে বিএনপিকে দুষছেন সাদিক: নৌকার প্রার্থী

  • প্রতিবেদক, বরিশাল   
  • ৬ জানুয়ারি, ২০২৪ ২০:৫৩

অগ্নিসংযোগের অভিযোগ প্রত্যাখ্যান করে জাহিদ ফারুকের দিকে পাল্টা অভিযোগ ছুড়ে দেন সাদিকের অনুসারী জাহাঙ্গীর। বলেন, ‘তিনি নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে বলেছেন- কেউ যদি একটা মারে তাহলে ১০টা ফেরত দিতে। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকে দিয়েছে কে?’

বরিশাল নগরীতে নৌকার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করেছেন প্রার্থী জাহিদ ফারুক শামীম।

শনিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাহিদ ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। যেভাবে শান্তিপূর্ণ এগিয়ে যাওয়ার কথা ছিল, এটা এ মাসের ২ তারিখ পর্যন্ত সুষ্ঠু ছিল। একজন স্বতন্ত্র প্রার্থী (সাদিক) পরিপূর্ণভাবে বাদ পড়ার পরই কিন্তু সমস্যা শুরু হয়েছে! এক স্বতন্ত্র প্রার্থী আরেক প্রার্থীর ট্রাকের ওপর ভর করেছে। তারপর থেকে তারা মারমুখী হয়েছে।’

তিনি বলেন, ‘স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী প্রথম থেকেই শালীনতা বজায় রেখে নির্বাচনি প্রচার চালিয়ে আসছিলেন। কিন্তু পরে বিভিন্নভাবে তাকে প্ররোচিত করে, তাকে সামনে রেখে মারমুখী পদক্ষেপ গ্রহণ করছে অন্যরা।’

নৌকার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের বিষয়ে নৌকার এ প্রার্থী বলেন, ‘শুক্রবার রাতে নৌকার কর্মীরা সাধারণভাবে চরবাড়িয়া ক্রস করছিল। শেষের দিকে যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আটকে তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ ও র‌্যাব তাদের উদ্ধার করে।

‘আমার কথা হলো- নৌকার কর্মীরা যদি হামলা করতে যেত, তাহলে প্রথম দিকে যারা ছিল, তাদের তো আহত হওয়ার কথা ছিল। অথচ তারা আহত হননি। এর মানে দাঁড়ায়, তারা নরমালই এসেছিল, কিন্তু পেছন থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।’

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থীর অভিযোগ, তারপরে তারা একটি নাটক সৃষ্টি করেছে। স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর সিসি ক্যামেরা ছিলো, সেই ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিলো। এত সুবুদ্ধি ট্রাকের প্রার্থীর কিন্তু নাই।

শামীমের অভিযোগ, ‘এই বুদ্ধি তাকে (ট্রাক প্রতীকের প্রার্থী) তারা দিয়েছে, যারা নতুন করে তার দলে যোগ দিয়েছে। তারাই বরিশাল নগরীতে সন্ত্রাস করছে, চাঁদাবাজি করেছে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক বলেন, ‘গত ৫ বছরে আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি। এখন কেন নির্বাচনের সময় এ ধরনের কাজ করব?’

সাদিক আব্দুল্লাহ ও তার অনুসারীদের বিরুদ্ধে জা‌হিদ ফারু‌কের অভিযোগ, ‘আমার ক্যাম্পে যে আগুন লাগলো, এ আগুন তারা লাগাচ্ছে আর দোষারোপ করছে বিএনপিকে। এ আগুন বিএনপি দেয়নি। এ কাজ যারা করেছে তারা ট্রাকের ওপর ভর করেছে, ট্রাকের উপদেষ্টামন্ডলী যারা আছেন, তারা করেছেন।’

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, সাবেক দপ্তর সম্পাদক লস্কর নুরুল হক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বলরাম পোদ্দার উপ‌স্থিত ছিলেন।

নৌকার প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্টজন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা কোনো পক্ষের জন্য ভোট চাইনি। আমরা কেন্দ্রের নিদের্শনা অনুযায়ী সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছি। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে- সকলের প্রতি সেই আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থী হয়েছিলেন। তার প্রার্থীতা বাতিল হওয়ার পর বরিশালে এসে দুইদিন অপেক্ষা করেছেন। আমাদের অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ যদি বলতেন, তাহলে আমরা নৌকার প্রচারে যেতাম। কিন্তু তিনি বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ উপেক্ষা করে নির্বাচন করছেন।’

এ সময় জাহিদ ফারুকের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার ধারণা, উনি নৌকার প্রার্থী হলেও আওয়ামী লীগের নন। কারণ, আওয়ামী লীগ হলে তো সবাইকে ডাকতেন।’

অগ্নিসংযোগের অভিযোগ প্রত্যাখ্যান করে জাহিদ ফারুকের দিকে পাল্টা অভিযোগ ছুড়ে দেন জাহাঙ্গীর। বলেন, ‘তিনি নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে বলেছেন- কেউ যদি একটা মারে তাহলে ১০টা ফেরত দিতে। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকে দিয়েছে কে?’

এ বিভাগের আরো খবর