কুমিল্লায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং একটি ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক তিনজন হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার নাজমুল হাসান কাউসার, একই এলাকার শাকিল প্রকাশ সাক্কু ও সাইমন। তাদের মধ্যে কাউসার উপজেলা ছাত্রদলের জুম্মা আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টমসমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রানীর বাজার বিসিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালান এক যুবক।
এদিকে ওইদিন রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। এতে সরাসরি জড়িত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসারসহ তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন পুলিশকে জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহরজুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে আগুন দেন।
ককটেল বিস্ফোরণ ও ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে।