বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ভোটকেন্দ্র ও পিকআপে আগুন

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৬ জানুয়ারি, ২০২৪ ১৪:১০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘সঙ্গে সঙ্গে আগুন নেভানো গেছে। নাশকতার চেষ্টা করেছিল। আমাদের টিম কাজ করছে এ নিয়ে।’

চট্টগ্রামে একটি ভোটকেন্দ্র ও একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নগরীর বন্দর থানা ও সীতাকুণ্ড উপজেলায় শনিবার ভোরে ঘটনা দুটি ঘটে।

বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকায় ভোর ৫টার দিকে নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার শামীম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, আগুনে কিছু বই পুড়ে গেছে। আর তেমন কোনো ক্ষতি হয়নি, তবে কেন্দ্রের কোনো সমস্যা হবে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘সঙ্গে সঙ্গে আগুন নেভানো গেছে। নাশকতার চেষ্টা করেছিল। আমাদের টিম কাজ করছে এ নিয়ে।’

এদিকে প্রায় একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় একটি পিকআপে আগুন লাগে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর উদ্দিন দুলাল বলেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে প্লাস্টিকের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।’

এ বিভাগের আরো খবর