যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ১০টি ককটেল যৌথভাবে উদ্ধার করেছেন যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
যশোর ডিবি ও পোর্ট থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্ত্রাসীরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি খড়ের গাদায় বিপুল পরিমাণ ককটেল মজুত করেছে। যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, গোপন খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।