গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের যে খবর ছড়িয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ওই খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জনংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সন্ধ্যার কিছুক্ষণ পর গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের খবর আসে নানা গণমাধ্যমে। ইসির সূত্রের বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইসির সূত্রটি তখন জানায়, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ভোট বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটগ্রহণ হবে না।
তবে এ নিয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
এতে বলা হয়, ‘গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেল স্ক্রলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে তথ্য প্রচার হচ্ছে। প্রকৃতপক্ষে এই আসনের ভোট বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।
এই আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া (আম) লড়ছেন। ৩ জানুয়ারি আসনটির জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে অনিয়মের কারণে ২০২২ সালের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোট চলাকালে তা স্থগিত করা হয়েছিল। ওই ভোট হয় গত বছরের ৪ জানুয়ারি।
এদিকে নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় সম্প্রতি এই আসনটির ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ৩০০ আসনের মধ্যে এবার সারা দেশে ভোট হবে ২৯৯ আসনে।