বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ৫ জানুয়ারি, ২০২৪ ১৫:৫৬

রামু থানার ওসি আবু তাহের জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার ধেছুয়াপালং কম্বনিয়া এলাকার শুক্রবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রাণ হারানো ৩০ বছর বয়সী আইয়ুব আলী ওই এলাকার বাসিন্দা।

রামু থানার ওসি আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইয়ুব আলীর বড় ভাই মো. আলী জানান, সকালে আইয়ুব আলী নিজ সুপারি বাগানে পানির পাম্প দিয়ে সেচ দিচ্ছিলেন। পরে তার আপন ছোট ভাই ইয়াসিন আলী গিয়ে তার কাজের জন্য পানির পাম্পটি নিতে চাইলে একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ইয়াসিন আলী বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে তার বড় ভাই আইয়ুব আলীকে করেন। আইয়ুবকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ফুফাত ভাই সুলতান জানান, তারা দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক কোন্দল চলে আসছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ ছিল। তিনি নিজেই তিনবার বিচার করেছেন। তার পরও মিটমাট না হওয়ায় চেয়ারম্যানের কাছে পর্যন্তও বিচার গড়ায়।

এ বিষয়ে রামু থানার ওসি আবু তাহের জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো খবর