বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, ফাঁকা গুলি

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ৫ জানুয়ারি, ২০২৪ ১৫:৩৩

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ‘অসহযোগ আন্দোলনের’ সমর্থনে কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে নগরীর রানীর দিঘীর দক্ষিণ কোনে নিমতলী থেকে বের হওয়া বিক্ষোভটি এক পর্যায়ে আটকে দেয় পুলিশ। এ সময় নেতারা ইটপাটকেল ছুড়তে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য ও বিএনপির কর্মীসহ অন্তত ১২ জন আহত হন।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন আহতের মধ্যে একজন পায়ে গুলি লেগে জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।যার পায়ে গুলি লেগেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরেছেন।

এ বিভাগের আরো খবর