বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেঝেতে পড়ে ছিলেন ডিএমপির এডিসি, হাসপাতালে মৃত ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ জানুয়ারি, ২০২৪ ১২:১১

ডিএমপির এডিসি (মিডিয়া) কে এন রায় নিয়তি নিউজবাংলাকে জানান, গত কয়েক দিন টানা দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পড়েছিলেন জ্যোতির্ময়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর দেহরক্ষীকে বলে কার্যালয়ের পেছনের একটি কক্ষে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে সাতটার দিকে ডাকাডাকির পর কক্ষে বিছানার পাশে মেঝেতে পড়া অবস্থায় পাওয়া যায় তাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের এডিসি জ্যোতির্ময় সরকারকে মৃত বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক।

নিজ দপ্তরের পেছনের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ডিএমপির এডিসি (মিডিয়া) কে এন রায় নিয়তি নিউজবাংলাকে জানান, গত কয়েক দিন টানা দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পড়েছিলেন জ্যোতির্ময়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর দেহরক্ষীকে বলে কার্যালয়ের পেছনের একটি কক্ষে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে সাতটার দিকে ডাকাডাকির পর কক্ষে বিছানার পাশে মেঝেতে পড়া অবস্থায় পাওয়া যায় তাকে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর জ্যোতির্ময়কে মৃত বলে জানান চিকিৎসক।

জ‍্যোতির্ময় সরকারের বয়স হয়েছিল ৪২ বছর। তিনি সুনামগঞ্জের মধ্যনগরের জওহরলাল সরকারের ছেলে।

ডিএমপিতে আসার আগে জ‍্যোতির্ময় সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ক্যাডার সার্ভিসের (বিসিএস) ৩১তম ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০০-২০০১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জ্যোতির্ময় স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে রেখে গেছেন।

এ বিভাগের আরো খবর