বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ হলো ভোটের প্রচার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০২

নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের নির্দেশনা অনুসরণ করে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু হয়। প্রচার শেষ হওয়ার নির্ধারিত সময় ৫ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টার পর কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও প্রচারের অনুমতি দেবে না কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ জানুয়ারি রোববার। এর দুদিন আগে শুক্রবার সকাল ৮টায় শেষ হলো ভোটের প্রচার।

প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জোর প্রচার কার্যক্রম পরিচালনা করেন। ওই দিন বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটে।

মুন্সীগঞ্জ সদরে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় ডালিম সরকার নামে নৌকার প্রার্থীর এক কর্মী নিহত হন। একই দিন বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনি প্রচার চালানোর সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের নির্দেশনা অনুসরণ করে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু হয়। প্রচার শেষ হওয়ার নির্ধারিত সময় ৫ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টার পর কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও প্রচারের অনুমতি দেবে না ইসি।

নির্বাচনি প্রচার শেষ হওয়ার একদিন পর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

এবারের নির্বাচনে সারা দেমে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে নতুন ভোটার রয়েছেন ১ কোটি ৫৪ লাখ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এই তথ্য উঠে এসেছে।

তাতে দেখা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ৮৪৯ জন।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে শনিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের সদস্য ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবার যানবাহন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অভিন্ন কাজে ব্যবহৃত জিনিসপত্র এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, দূরপাল্লার যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল থাকবে।

সাংবাদিক, পর্যবেক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মহাসড়ক, প্রধান আন্তঃজেলা রুট, মহাসড়ক এবং প্রধান মহাসড়কের সংযোগ সড়কের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করা হবে।

সশস্ত্র বাহিনী মোতায়েন

৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে ইতোমধ্যে সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে সেনাবাহিনী যথাক্রমে সীমান্তবর্তী ৪৭টি উপজেলা ও ৪টি উপকূলীয় উপজেলায় দায়িত্ব পালন করবে।

এ বিভাগের আরো খবর