বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেহেরপুর-১: প্রচারের শেষ দিন ৪ প্রার্থীকে শোকজ

  • প্রতিনিধি, মেহেরপুর   
  • ৪ জানুয়ারি, ২০২৪ ২৩:৩৬

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, তার নির্বাচনি সহযোগী অ্যাডভোকেট মিয়াজান আলী এবং মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানকে পৃথক পৃথক শোকজ করা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি প্রদানের ভিডিও দেখে আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে স্বপ্রণোদিত শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারের শেষ দিনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীসহ মোট চার্জনকে শোকজ করেছে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, তার নির্বাচনি সহযোগী অ্যাডভোকেট মিয়াজান আলী এবং মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানকে পৃথক পৃথক শোকজ করা হয়েছে।

একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি প্রদানের ভিডিও দেখে আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে স্বপ্রণোদিত শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ সকল শোকজ আদেশ প্রদান করেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবলু বিশ্বাসের ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, তিনি এক নির্বাচনি পথসভায় বলছেন, ‘চারটি সেন্টারে ট্রাকের এজেন্ট আমি দেখতে চাই না। অর্থ ও অস্ত্রে আমি কারোর থেকে কম না।’ এ ছাড়া কারও তিন বিঘা জমি কেড়ে নেয়ার কথা বলে তিনি হুমকি ও ভীতি প্রদর্শন করেন। ভিডিওটি দেখে নির্বাচন অনুসন্ধান কমিটি স্বপ্রণোদিত হয়ে তাকে শোকজ করেছে। আগামী শনিবার ৬ জানুয়ারি স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের উত্তর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের তিনটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে শোকজ করা হয়েছে।

অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান সম্পর্কে বলা হয়েছে, গত ২ জানুয়ারি পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে এক নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, ‘দুর্গা ডোবার আগে এসে হাত মেলাও।’ এ কথাটি বলে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন।

অ্যাডভোকেট মিয়াজান আলী সম্পর্কে অভিযোগে বলা হয়েছে, একই দিনে নির্বাচনি জনসভায় কাঁঠালপোতায় তিনি বলেছেন, ‘ভোটের পরের দিন সবকিছু দখল করে নেয়া হবে এবং চাবি কেড়ে নেয়া হবে।’

আর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের বিরুদ্ধে অভিযোগে বাবলু বিশ্বাস বলেছেন, শহিদুল ইসলাম পেরেশান গত ২ জানুয়ারি কাঁঠালপোতার জনসভায় হোসেনকে ক্যাসিনো ও টেন্ডারের নিয়ন্ত্রক, হাজার কোটি টাকা পাচারকারী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলামকে মেহেরপুরের ক্যাসিনো রানী বলেছেন।

প্রফেসর আব্দুল মান্নান, অ্যাডভোকেট মিয়াজান আলী এবং শহিদুল ইসলাম পেরেশনকে আগামী ৬ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে বারোটার সময় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে শোকজের উত্তর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর