বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ ইয়াদউদ্দিন কামাল ও অজ্ঞাত যুবক।
গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, ‘বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো সাকুরা পরিবহনের একটি বাস। গৌরনদী উপজেলার শারমিন ক্লিনিকের সামনে খড়বাহী একটি ভ্যান অতিক্রম করে মোটরসাইকেলটি বিপরীতমুখী বাসের সামনের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।’
তিনি বলেন, ‘আটক বাসের চালক বরগুনার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার রবিন হাওলাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’