ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশার চালকসহ আরও এক যাত্রী।
এর পর পরই সড়কটিতে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ জনতা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রাণ হারানো ২৮ বছর বয়সী মো. লিটন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জলিল মিয়ার ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকালে একটি রিকশা নবীনগরের দিকে যাচ্ছিল। ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশার এক যাত্রী নিহত হন।
‘রিকশাচালক ও আরেক যাত্রীসহ দুইজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে মারধর করেছে জনতা। পরে ট্রাকের চালককে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনায় আরও প্রাণহানি আছে কি না- এমন প্রশ্নে ওসি বলেন, ‘আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দুর্ঘটনাকবলিত রিকশাটি আমরা সেখানে পাইনি।
‘হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে দুর্ঘটনায় কখনও তিন বা পাঁচজনের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। বিক্ষুব্ধদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।’
আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।