বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁর সেই প্রধান শিক্ষককে শোকজ, বিনা মূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা

  •    
  • ৪ জানুয়ারি, ২০২৪ ১২:০১

নিউজবাংলার প্রতিবেদনে টাকা দিতে না পারায় রাজিফা নামের ছাত্রী বই পায়নি বলে যে অভিযোগ করে, সেটি তুলে ধরা হয়। শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে শোকজ পাঠানোর পর সেই রাজিফা বই পেয়েছে বলে জানান তার মা শাহিদা বেগম।

বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ নিয়ে নিউজবাংলাসহ কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার বিকেলে প্রকাশ করা হয়, যাতে বই বিতরণের সময় টাকা আদায় ও টাকা ছাড়া বই না দেয়ার বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয় প্রধান শিক্ষক নজরুল ইসলামকে।

নোটিশে রাজিফা আকতারসহ রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের বই না পাওয়া শিক্ষার্থীদের বিনা মূল্যে পুস্তক বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।

নওগাঁয় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ’ শিরোনামে বুধবার দুপুরে সংবাদ প্রকাশ করে নিউজবাংলা। একই বিষয়ে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

নিউজবাংলার প্রতিবেদনে টাকা দিতে না পারায় রাজিফা নামের ছাত্রী বই পায়নি বলে যে অভিযোগ করে, সেটি তুলে ধরা হয়। শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে শোকজ পাঠানোর পর সেই রাজিফা বই পেয়েছে বলে জানান তার মা শাহিদা বেগম।

তিনি বলেন, ‘আমার মেয়েকে নতুন বই দেয়া হয়েছে। আপনারা যারা আমাদের পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞ।’

নতুন বই পাওয়ার অনুভূতি জানতে চাইলে সপ্তম শ্রেণির ছাত্রী রাজিফা বলে, ‘ভাইয়া, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি সংবাদ প্রকাশ না করতেন, যদি পাশে না দাঁড়াতেন, তবে হয়তো বই পেতাম না।

‘আমরা অনেক খুশি। নতুন বই নিয়ে স্কুলে যাব সবাই মিলে। মন দিয়ে পড়াশোনা করব।’

যা আছে নোটিশে

কারণ দর্শানোর নোটিশে প্রধান শিক্ষক নজরুল ইসলামের উদ্দেশে বলা হয়, ‘সোমবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে বই উৎসব পালনকালে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে থেকে সেশন চার্জ ও অন্যান্য বাবদ অর্থ আদায় করা হয়েছে। যেসব শিক্ষার্থী সেশন চার্জ প্রদান করতে পারেনি তাদেরকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়নি এই মর্মে অভিযোগ পাওয়া গেছে।

‘অর্থ আদায় ও শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রদান না করা সরকারি নীতিমালার পরিপন্থি। এ অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জবাবপত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের নিকট দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’

প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার ভাষ্য

জানতে চাইলে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোবাইল ফোনে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তাকে তিন কার্যদিবসর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। যেহেতু হাতে সময় আছে, এখনও নোটিশের কোনো জবাব দেননি, তবে তিন কার্যদিবসের মধ্যে এর লিখিত জবাব দেবে। তা ছাড়া যারা বছরের প্রথম দিনে বই পায়নি, তাদের সবাইকে বই দেয়া হয়েছে।

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে প্রধান শিক্ষককে। সব শিক্ষার্থী বিনা মূল্যে বই পাবেন। যারা বই পায়নি বা যাদের দেয়া হয়নি, তাদের সবার হাতে বই তুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

নিউজবাংলার প্রতিবেদনের সারসংক্ষেপ

নিউজবাংলায় বুধবার দুপুরে প্রকাশিত প্রতিবেদনে স্কুলছাত্রী রাজিফাকে উদ্ধৃত করে বলা হয়, ‘স্যার টাকা ছাড়া বই দিবে না। তাই কান্না করতে করতে বাড়ি এসে মাকে বলেছি, স্যার বই দেইনি মা। স্যার টাকা দিয়ে যেতে বলেছে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজিফাসহ একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, স্কুল থেকে নতুন বই পেতে স্লিপ দিয়ে শিক্ষার্থীপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা নেয়া হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, এ টাকা নেয়া হয়েছে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ বাবদ। সেই স্লিপ দেখিয়ে বই সংগ্রহের পর আবারও নিয়ে নেয়া হয়েছে স্লিপ।

অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় গিয়ে দেখা যায়, বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। তারা প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

এ বিভাগের আরো খবর