ঠাকুগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিনজন হলেন দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী ৪০ বছর বয়সী দীপ্তি দাস, তার মেয়ে ১১ বছর বয়সী পূজা দাস ও ভাতিজা পলক দাস। ওই সময় আগুনে আহত হন সাগর দাস।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরোয়ার হোসেন বলেন, ‘দীপ্তি দাস শিশুদের নিয়ে বাসার বাহিরে রোদ পোহাচ্ছিলেন। বাড়ির পাশেই হাসকিং মিল। এমন সময় হাসকিং মিলের বয়লার বিস্ফোরণ হয়ে তাদের গায়ের ওপরে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা তিনটি মরদেহ উদ্ধার করেছি।’